দামপাড়ায় ১৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম : কক্সবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। এসময় এনা পরিবহনের চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১১ নভেম্বর) ভোরে নগরের দামপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি চালিয়েছে বলে জানায় র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।

গ্রেপ্তার চালকের সহকারীর নাম, মো. সোহেল (২৬)।এ ঘটনায় বাসটি জব্দ করেছে র‌্যাব।

একুশে/এসসি