পাহাড়তলীতে সিএনজি চোর চক্রের প্রধান অস্ত্রসহ আটক

চট্টগ্রাম : নগরে সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা চোর চক্রের প্রধান মো. রফিককে (৪৩) অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ নভেম্বর) পাহাড়তলী থানার ডিটি রোড সংলগ্ন লাকী হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার সাইদুল হকের ছেলে রফিক।

পুলিশ সুত্র জানায়, এক বছর ধরে রফিককে ধরার চেষ্টা করেও সফল হতে পারেনি চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের একাধিক ইউনিট। রফিক সবসময় স্থান পরিবর্তন করে চলত।পরিবর্তন করত মোবাইল সিমও। কয়েকটা চুরির পরই সে নতুন নাম্বার ব্যবহার করত।

চট্টগ্রাম, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, নারায়নগঞ্জসহ পুরো দেশে বিস্তৃত রফিকের নেটওয়ার্ক। সে কখনও চালক, কখনও যাত্রী সেজে সিএনজি অটোরিকশা চুরি করে মালিকের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করত।

সুত্র আরো জানায়, এ চক্রের সদস্য মনির, তার স্ত্রী, শ্যালকসহ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন। রফিকের বিরুদ্ধে সদরঘাট, খুলশী, হালিশহরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, সিএনজি অটোরিকশা চোর চক্রের অন্যতম হোতা মো. রফিককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ।

রফিককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে বলেন তিনি।

একুশে/এসসি