টেকনাফে বিপুল পরিমান ইয়াবাসহ মায়ানমার নাগরিক আটক

চট্টগ্রাম : কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১১,৬৯০ পিচ ইয়াবাসহ মায়ানমার এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭, এর একটি দল। এ সময় নগদ এক লাখ সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক আসামির নাম, খুরশিদা বেগম (৩০)। এসময় তার স্বামী দিল মোহাম্মদ (৪০) পালিয়ে যায়।

র‍্যাব-৭ সিটিসি-২ টেকনাফ ক্যাম্পের লে. মির্জা সাহেদ মাহাতাব আটকের বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফের জিঞ্জিরা পাড়া জাদিমোড়া রাশিয়া বসুর বাড়ীতে মাদক বিক্রি চলছে এমন গোপন সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল ওই জায়গায় পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দিন মোহম্মদ (খুরশিদার স্বামী) পালিয়ে গেলেও খুরশিদা বেগম নামে এক মায়ানমার (নাগরিক) নারী ব্যবসায়ীকে ১১,৬৯০ পিচ ইয়াবা ও নগদ এক লাখ সাত হাজার টাকাসহ আটক করা হয়। আটক খুরিশদা ওই বাড়িতে ভাড়া থাকে জানান তিনি।

একুশে/এসসি