যুক্তরাজ্যের উত্তর লন্ডনের একটি জেলে ড্রোনে করে বিপুল পরিমাণ মাদক ও মোবাইল ফোন পাচারের সময় দুইটি ড্রোন ধ্বংস করে দিয়েছে দেশটির পুলিশ। এসময় আরো দু’টি ড্রোন পথ পরিবর্তন করে অন্যদিকে পালিয়ে যায়।
কারাগারের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ১৪ আগস্ট এইচএমপি পেনটনভাইল নামের ওই কারাগারের কাছে একটি ড্রোনের ডিভাইস খুঁজে বের করে ধ্বংস করা হয়। অন্য আরেকটি ড্রোন উড়ন্ত অবস্থায় ধ্বংস করে দেয় পুলিশ।
কারাগারের কর্মকর্তারা জানান, ঘটনার আগের দিন কারাগারের পাশে সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখা যায়। ওই ব্যক্তি দুই ব্যাগ মাদক ও মোবাইল ফোন রেখে পালিয়ে যায় বলেও জানান তারা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। এর সাথে কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডসহ আশপাশের দেশগুলোতে ড্রোনের মাধ্যমে মাদক পাচার বেড়ে গেছে।