চট্টগ্রাম : নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স সড়ক থেকে অস্ত্র, গুলি ও ছুরিসহ জুম্মন হোসেন প্রকাশ জুম্মন ড্রাইভার (২২) ও মো. মাসুদ প্রকাশ কালা মাসুদ (২৭) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বু্ধবার (৭ নভেম্বর) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, মেরিনার্স সড়কে সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পু্লিশ। এ সময় তাদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার ও একটি দেশিয় তৈরি অস্ত্র, গুলি, দুইটি ছুরি উদ্ধার করা হয়।
একুশে/এসসি