ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি : হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় সাতটি মামলা দায়ের করা হলো।

বুধবার (৭ নভেম্বর) ভোরে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা ও মির্জানগর এলাকার ‘দ্য কটন টেক্সটাইল মিল’-এর চেয়ারম্যান কাজী মহিবুর রব মামলাটি দায়ের করেন। এর আগেও দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন তিনি।

দায়েরকৃত মামলায় ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশিরসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

একুশে/আরসি/এসসি