সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টেকনাফে বিদেশি এনজিওর গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০১৮ | ১:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি এনজিওর মাইক্রোবাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এসময় মাইক্রাবাসের চালক মীর কাশেমকে (৩০) আটক করা হয়। মীর কাশেম ওই মাইক্রোবাস দিয়ে ইয়াবা পাচার করছিল; বলছে র‍্যাব।

উপজেলার কলেজপাড়া এলাকায় মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। এসময় ডিসিএ (এক্টালাইয়েন্স) নামে একটি বিদেশি এনজিওর স্টিকারযুক্ত মাইক্রোবাস তল্লাশি করে ১ লাখ ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়; জানিয়েছেন কক্সবাজার র‍্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান।

একুশে/এসসি