রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দাবী না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০১৬ | ৮:০৩ অপরাহ্ন

ekusheyরংপুর: উপযুক্ত বেতন-ভাতা, নিয়োগ ও পরিচয়পত্র প্রদানসহ ছয় দফা দাবি পূরণের জন্য মালিক পক্ষকে ২৪ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

এই সমেয়র মধ্যে দাবি আদায় না হলে ২৫ আগস্ট থেকে রংপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

সোমবার দুপুরে রংপুর কেন্দ্রিয় বাস টার্মিনালে সংগঠনের কার্যালেয় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল।