চট্টগ্রাম : নগরের বাকলিয়া থেকে অপহৃত শিশু উদ্ধার করেছে র্যাব-৭, এর একটি দল। তার নাম নাইমুল হাসান। দুই মাস ২১ দিন পর এ শিশুকে উদ্ধার করা হলো। এর আগে পেকুয়া থেকে শিশু নাইমুল অপহৃত হয়। নাঈমুল কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই এর ছেলে।
মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়।এসময় দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব। আটক দুইজন হলেন- মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)।
র্যাব-৭ এর মেজর মো. রবিউল ইসলাম বলেন, বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষ থেকে নাইমুল হাসানকে উদ্ধার করা হয়েছে। পেকুয়া থেকে তাকে অপহরণ করে সোহেল ও পারভেজ। এরপর তাকে এ কলোনির একটি কক্ষে আটকে রাখে। গোপন সুত্রে খবর পেয়ে র্যাব শিশুটিকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে।
একুশে/এসসি