উত্তরের বানভাসি মানুষের পাশে নাট্যজন আদিত্য আলম

Tran Bitaron Photoশাহীন আলম, রংপুর থেকে: তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র-যমুনা পাড়ের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন নাট্যজন আদিত্য আলম। সম্প্রতি নীলফামারীর ডিমলা, গাইবান্ধার ফুলছড়ি ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শতাধিক বন্যাকবিলত গ্রামে ‘জাগো মানুষ, জাগাও বিবেক’ শ্লোগান নিয়ে ‘সত্যসংঘ’ সংগঠনের ব্যানারে ত্রাণতৎপরতা চালিয়ে ঘুরে গেছেন তিনি। বানভাসি মানুষের মধ্যে বিতরণ করেছন খাদ্য ও নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণসামগ্রি।

নাট্য-জীবনের ব্যাস্ততা সত্যেও বন্যা-দূর্গত এলাকায় ছুটে আসা প্রসঙ্গে আদিত্য আলম জানান, উত্তরবঙ্গের সন্তান হিসাবে এমনিতেই এই অঞ্চলের মানুষের বিপদে মন কাঁদে। তারওপর এবারের বন্যা এই অঞ্চলে যে ভয়াবহ রূপ ধারণ করেছিলো তাতে লাখ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে ঠিকানাহীন হয়ে পড়ে। এতো বিপুল সংখ্যক মানুষের পক্ষে সরকারের একার দাঁড়ানো সম্ভব ছিলো না। এ জন্য আমাদের পক্ষ থেকে ত্রাণ বিতরণের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও ছিলো আমাদের।

এজন্য ‘জাগো মানুষ, জাগাও বিবেক’ শ্লোগানটি ওপর বিশেষ গুরুত্ব দেই আমরা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারণা চালিয়েছি আমরা।

এতে অনেক সাড়াও মিলেছে বলে জানিয়ে আদিত্য বলেন, আমরা দূর্গত এলাকা ঘুরে আসার পর বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছে ওইসব অঞ্চলে। সরকারি-বেসরকারি ত্রাণ তৎপরতায় ঘুরে দাঁড়ানোর শক্তি পেয়েছে বানভাসি মানুষ।

আদিত্য আলম ছাড়াও এই অভিযানে অংশ নিয়েছেন সত্যসংঘের প্রধান সমন্বয়কারি আল-আমিন শিকদার ও সমন্বয়কারি সজিব।