সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চবিতে ভর্তি জালিয়াতি চক্রের সদস্য আটক

প্রকাশিতঃ ৫ নভেম্বর ২০১৮ | ৫:০২ অপরাহ্ন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করে সংশ্লিষ্ট প্রশাসন।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সদস্যের নাম মো. আনোয়ার হোসেন। আটক আনোয়ার ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন জানান, ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক জামশেদুল কবিরের দেয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারকে আটক করা হয়।

একুশে/এসসি