চট্টগ্রাম: মিথ্যা ঘোষণায় আনা প্রায় সোয়া দুই কোটি টাকার একটি চালান চট্টগ্রাম বন্দরে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
জানা গেছে, আমদানিকারক লিল্যাক ফ্যাশন ওয়ার লিমিটেডের পলেস্টার সিনাইল ফ্রেবিক্স ঘোষণায় আনা চালানটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়েছে।
চালানটিতে মেয়েদের ব্লেজার তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত কাপড়ের ঘোষণা দিয়ে সোফা, ডিভান তৈরির কাপড় আমদানি করা হয়।
কায়িক পরীক্ষায় দেখা যায়, চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা এবং মোট শুল্ককরাদির পরিমাণ ১ কোটি ৪ লাখ ৯ হাজার ৩২৮ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানের মূল্য দাঁড়ায় ২ কোটি ১৭ লাখ ৩৮ হাজার ৫৯৩ টাকা। ন্যায় নির্ণয়সহ করাদি আদায়ের জন্য প্রতিবেদন কাস্টম হাউসে পাঠিয়েছে অধিদফতর।
আগাম সংবাদ থাকায় গত ৩০ অক্টোবর চালানটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।
চালানটি খালাসের দায়িত্বে সিঅ্যান্ডএফ এজেন্ট পিলিকানস লিমিটেড নিয়োজিত ছিল।
একুশে/এসসি