ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি আলেমদের শোকরানা মাহফিলে প্রবেশের সময় পিপার স্প্রেসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন, আবিদুর রহমান (১৯)ও আবদুল্লাহ মামুন (২০)। আটককৃতদের নাম জানা গেলেও তারা কোন জেলা থেকে এসেছেন সে বিষয়ে জানা যায়নি।
আটকের বিষয়ে শাহবাগ থানা জানায়, কালী মন্দির গেট দিয়ে প্রবেশের সময় আটক দুজনের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হয়। এ সময় তাদের তল্লাশি করে পিপার স্প্রে পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়।
একুশে/এসসি