রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রীতির কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০১৬ | ৪:১৮ অপরাহ্ন

shahrukh khanনিজের কোনো ভুল হতে মুহূর্তে তা স্বীকার করে ক্ষমা চেয়ে নেন বলিউড কিং খান শাহরুখ। এবারও তার ব্যতিক্রম হলো। একটি ঘটনায় নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে স্বীকার করে নিলেন বলিউড বাদশা।

জনপ্রিয় ছবি ‘দিল সে’র ১৮ বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশনের দিন এই ঘটনাটি ঘটে।

রবিবার বলিউড বাদশা ‘দিল সে’ ১৮ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে তিনি ‘দিল সে’-র প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু সেই ভিডিওয়ে তিনি বলিউড ডিভা প্রীতি জিন্তার ধন্যবাদ জানাতে বেমালুম ভুলে যান। কিন্তু যেই তিনি নিজের ভুল বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে প্রীতি জিন্তার কাছে এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। এবং নতুন করে একটি ভিডিও প্রকাশ করেন।