শাহরুখ চোর !

shahrukh khanচোর-পুলিশের গল্প নিয়ে নির্মিত বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ধুম। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির তিনটি সিনেমা বক্স অফিসে দারুণ হিট ছিল।

এরপর নির্মাতারা এর পরবর্তী কিস্তি ধুম ফোর বা ধুম রিলোডেড সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র কারা থাকবেন তা নিয়ে বলিপাড়ায় অনেক গুঞ্জনই শোনা গেছে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, সিনেমার গল্পের ভিলেন হিসেবে সালমান খানকে চাইছেন নির্মাতারা। এবার নতুন গুঞ্জন সালমান নয় বরং এবার ধুমের চোর হবেন শাহরুখ।

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাইছেন না, এ জন্য নির্মাতারা শাহরুখ খানকে নিতে চাইছেন। এর আগে পর্দায় খল চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তাই খল চরিত্রে অভিনয় করতে তার কোনো বাধা নেই।

সব কিছু ঠিকঠাক থাকলে জন আব্রাহাম, হৃতিক রোশান এবং আমির খানের পর ধুম’র চোর হচ্ছেন শাহরুখ। অন্যদিকে একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগে সিনেমাটিতে এসিপি জয় দীক্ষিতের চরিত্রে দেখা গেছে অভিষেক বচ্চনকে। এবার সেই চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে। তবে আলী চরিত্রে উদয় চোপড়াকেই দেখা যাবে।

ধুম রিলোডেড সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য অর্থাৎ ভিক্টর। আগামী বছর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এবারে সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে শুটিং করা হবে বলে জানা গেছে।