একুশে ডেস্ক : উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্বরত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কার্যালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
অব্যাহতি পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে রয়েছেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।
একুশে/ডেস্ক/এসসি