রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০১৬ | ৪:১৫ অপরাহ্ন

Captureরংপুর: কাউনিয়া উপজেলার কুটিরপাড় নামক স্থানে রংপুর থেকে ঢাকাগামি আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে গরু বোঝাই ভটভটি নসিমন গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৬টি গরুও মারা গেছে।

শনিবার রাত সোয়া ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ওসি কাদের জিলানী জানান, কাউনিয়ার মধূপুর হাট থেকে গুরু কিনে একটি ভটভটি নসিমনের গাড়িতে রংপুরে কয়েকজন গরু ব্যবসায়ী তাদের কেনা গরু নিয়ে হারাগাছ যাচ্ছিলো। রাত সোয়া ১০ টার দিকে তারা কাউনিয়ার অন্নদা নগর রেলওয়ে ষ্টেশনের কাছে কুটিরপাড় রেলগেট পাবার সময় রংপুর থেকে ঢাকা রংপুর গামি আন্তঃ নগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ওই ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়। নিহতের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গাড়িতে থাকা ৬টি গরুও মারা যায়। আহত ২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। নিহত চারজনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন হারাগাছের গরু ব্যবসায়ী মুকুল ও সিরাজ এবং ভটভটি চালক রবিউল।

পুলিশ সূত্র জানায়, কুটির পাড় রেলওয়ে গেট এমনিতেই খোলা ছিলো সেখানে ট্রেন যাতায়াতের সময় গেট বন্ধ করার কোন ব্যবস্থা নেই। এমনিতেই খোলা থাকে। ফলে ভটভটি গাড়ির ড্রাইভার ট্রেন আসার বিষয়টি বুঝতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।