রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রংপুরে পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ী হত্যার অভিযোগ

প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০১৬ | ৪:১১ অপরাহ্ন

Captureরংপুর: রংপুরে পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ী হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে বালুটারি এলাকার বাসিন্দা রশিদের দুই ছেলে নুরুন্নবী ও গোলজারকে ধরতে যায় পুলিশের একটি দল। এসময় তারা ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবসায়ী নুরুন্নবীকে আটক করে টাকা দাবি করে। আর টাকা দিতে না পারায় নুরুন্নবীকে বেধড়ক মারপিট করে পুলিশ। এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যান নূরন্নবি।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের আটকে রেখে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে নূরন্নবির লাশ ও অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।

পুলিশ সুপার মিজানুর রহমানের বলেন, একটি মোটরসাইকেল চুরি মামলায় গ্রেফতারকৃত দুই আসামির তথ্যে নূরন্নবি ও গোলজারকে ধরতে যায় পুলিশ। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কোনো মামলার আসামি না হয়েও নুরুন্নবীর এমন মৃত্যুতে ক্ষুব্ধ স্থানীয়রা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।