সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জেলার সোহেল রানার ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৮ | ৩:৪৭ অপরাহ্ন

ঢাকা: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে মাদক মামলায় দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদের আদালত। ওই মামলায় সাতদিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

সোমবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ আদালতে শুনানি শেষে এ আদেশ দেন তিনি। কিশোরগঞ্জ কোর্ট পরিদর্শক মো. তফিকুল ইসলাম তৌফিক এ তথ্য জানিয়েছেন।

আদালত সুত্র জানায়, ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনে দু’টি মামলা দায়ের করেন। সোমবার মাদক আইনে তাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে দুইদিন মঞ্জুর করেছেন আদালত।

গত ২৬ অক্টোবর দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জেলার সোহেল রানাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।

সোহেল রানা ময়মনসিংহের ধুবাউড়ার জিন্নাত আলী বিশ্বাসের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানার বর্তমান ঠিকানা ময়মনসিংহ শহরের ১১৯ আর কে মিশন রোডে।

একুশে/এসসি