সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি চিত্রা হরিণ

প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৮ | ১:৪১ অপরাহ্ন

চিত্রা হরিণ পরিবারে নতুন অতিথি

চট্টগ্রাম : চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণ পরিবারে নতুন অতিথি এসেছে। নতুন সদস্যকে নিয়ে এ পরিবারে এখন সদস্য সংখ্যা ১১।

রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চিত্রা হরিণটি বাচ্চা প্রসব করে বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ। তবে হরিণ শাবকটি কোন লিঙ্গের তা জানাতে পারেননি তিনি।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে চিত্রা, সাম্বার ও মায়া- এ তিন প্রজাতির হরিণ রয়েছে। আগে চিড়িয়াখানায় ছয়টি মেয়ে ও চারটি পুরুষ চিত্রা হরিণ ছিল।

একুশে/এসসি/এটি