বাবার গর্ব আলিয়া

Alia Bhattপাঁচ বছরের ক্যারিয়ারে অনেক প্রশংসাই পেয়েছেন আলিয়া ভাট। তবু বাবার মুখে নিজের সুনাম শুনতে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে তার। এবার ২৩ বছর বয়সী মেয়ের জন্য নিজের গর্বের কথা জানালেন মহেশ ভাট।

তবে কেবল মেয়ের সুনামই করেননি বাবা, অন্য সব মানুষের মতোই আলিয়ারও ব্যর্থতার স্বাদ নেওয়া প্রয়োজন বলে মনে করেন মহেশ। এক সাক্ষাৎকারে আলিয়ার ব্যাপারে তিনি বলেন, সেও তো মানুষ, তারও ব্যর্থতার স্বাদ নিতে হবে।

স্টুডেন্ট অব দ্য ইয়ার, হাইওয়ে, টু স্টেটস, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, কাপুর অ্যান্ড সন্স, উড়তা পাঞ্জাব এবং শানদারের মতো ছবিগুলোতে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছেন ভাট সাহেবের ছোট মেয়ে।

মেয়ের সফলতার ব্যাপারে মহেশ বলেন, ‘এটা ভালো। এ বয়সে তাকে যতটুকু সফল হিসেবে আমি দেখতে চেয়েছিলাম, তার চেয়ে অনেক বেশি সফলতা সে দেখিয়েছে।’

মেয়ের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে ৬৭ বছর বয়সী এ চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘মেধাবী অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করা আলিয়াকে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অসাধারণ অভিনেত্রী হিসেবে আমরা পেয়েছি।

সমসাময়িক বলিউড অভিনেত্রীদের কয়েকজন হলিউডে অভিনয় করছেন, আলিয়ারও হলিউডে যাওয়া ঠিক হবে কিনা তা জানতে চাওয়া হলে মহেশ ভাট বলেন, তিনি মেয়ের সিদ্ধান্তকেই সমর্থন করবেন। তিনি বলেন, ‘সে নিজেই তার পরিচালক। ও যা করতে চায় তা-ই করতে পারে। আমি কেবল তার পাশে থাকব, সহায়তা করব, প্রশংসা করব।’