বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিছক একটি হত্যাকাণ্ড ছিল না। এর পিছনে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল। তাই সরকারের প্রতি আমার অনুরোধ যারা সরাসরি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের যেমন বিচার হয়েছে, তেমনি একটি কমিশন গঠনের মাধ্যমে যারা এ হত্যাকাণ্ডের কুশীলব তাঁদেরও যেন মুখোশ উন্মোচন করা হয়, তাদেরকেও যেন বিচারের মুখোমুখি করা হয়।’
শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বাঙালি সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ‘কথা-কবিতা-গানে বঙ্গবন্ধু’ শীর্ষক এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।