মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঘরের মাঠে তামিমকে মিস করবে সবাই

প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৮ | ৯:৫৯ অপরাহ্ন

ফাইল ছবি

রাকীব হামিদ, জহুর আহমেদ স্টেডিয়াম থেকে : একমাস পর জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজের ২য় ম্যাচ খেলতে টাইগাররা তামিমের হোম টাউন চট্টগ্রামে। কিন্তু ইনিজুরিতে থাকায় ঘরের মাঠে তামিমেম চার-ছক্কা মারকুটে ব্যাটিং মিস করবে দর্শকরা। তামিম আর চট্টগ্রামে ম্যাচ- এ যেন দর্শকদের সোনায় সোহাগা। দর্শকদের পাশাপাশি তামিমকে যে টিমটাইগার মিস করবে তা নিঃসন্দেহে বলা যায়।

তামিমবিহীন বাংলাদেশ দল- চট্টগ্রামের দর্শকদের মন যে ভালো নেই সেটি তামিমেরও জানা। ঘরের মাঠে খেলতে না পারার বেদনায় বিষণ্ণ তারও মন। তামিমের চাচা ও বাংলাদেশ ক্রিকেট দলের পরিচালক আকরাম খানও মন খারাপের দলে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে সে কথাই জানালেন আকরাম খান। তিনি বলেন, একজন প্লেয়ার ফর্মে থেকে ম্যাচ মিস করলে মন খারাপ হবেই। দলও তাকে মিস করবে। সবার চাওয়া বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে নামুক। কিন্তু লম্বা ক্যারিয়ারে ইনিজুরিতে পড়াটা স্বাভাবিক। এটা স্পোর্টসের একটা অংশ।

জিম্বাবুয়ের সাথে ইনজুরির কারণে তামিম মাঠের বাইরে থাকলেও কিছুটা নির্ভার বাংলাদেশ দল। কারণ প্রতিপক্ষ যে দুর্বল জিম্বাবুয়ে। এছাড়া সিরিজের প্রথম ম্যাচ জিতে কিছুটা এগিয়েও রয়েছে টাইগাররা। তামিমের ইনজুরি থেকে ফিরে আশার অপেক্ষায় পুরো দল। কারণ সামনে যে বিশ্বকাপ। বিসিবির পরিচালক আকরাম বললেন, তামিমের ইনজুরিটা বিশ্বকাপের আগে হলে চিন্তায় পড়তে হতো দলকে। বর্তমানে দলের দুইজন বড় খেলোয়াড় ইনজুরিতে। আশা করি আগামী মাসের শুরুতে বা শেষে আমরা তামিম ও সাকিবকে দলে পাব। বর্তমানে সবারই একই প্রত্যাশা।

আকরামের মতো সেই প্রত্যাশায় বুক বেঁধে আছে চট্টগ্রামে দর্শকরাও। ক্ষণিকের জন্যে তামিমকে হয়তো মিস করবে। আশার আলো জ্বালিয়ে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে চিরচেনা ফর্মে মাঠে আবার দেখা যাবে তাকে। আপাতত সবার নজর জিম্বাবুয়ে সিরিজের বাকি দুই ম্যাচে।

উল্লেখ্য, বুধবার (২৪ অক্টোবর) নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। একই ভেন্যুতে একই সময়ে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (২৬ অক্টোবর)।

ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। এ ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

একুশে/আরএইচ/এটি