রণবীর-ক্যাটরিনার ব্রেকআপের কারণ

kat ranbirরণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ির খবর বলিপাড়ায় এবং তাদের ভক্তদের অনেককেই হতাশ করেছিল। হঠাৎ করে তাদের ছাড়াছাড়ির পর এর কারণ সম্পর্কে বিভিন্ন কথা শোনা গেলেও মূল কারণটি সকলের অজানায় রয়ে গেছে। এ নিয়ে তাদের কেউই কোনো বক্তব্য দেননি।

অবশেষে ক্যাটরিনার সঙ্গে তার ছাড়াছাড়ির কারণ জানালেন রণবীর কাপুর। ভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফিতুর অভিনেত্রীর সঙ্গে তার ব্রেকআপ এবং তার জীবনে এর প্রভাব সম্পর্কে কথা বলেন রণবীর।

সাক্ষাৎকারটির একটি প্রোমো সম্প্রতি প্রকাশ করা হয়। এতে তাদের ছাড়াছাড়ি সম্পর্কে প্রশ্ন করা হলে রণবীর বলেন, ‘এই সংবাদটি অনেকভাবে প্রকাশিত হয়েছে। অনেক ভিত্তিহীন গুজব, নিজস্ব উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবেদন করা হয়েছে।’

ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ির বিষয়টি তার জীবনে কেমন প্রভাব ফেলেছে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই কষ্টের, কারণ আমার বাবা-মায়ের পর আমার জীবনে তার অনুপ্রেরণা এবং প্রভাব সবচেয়ে বেশি ছিল।’

পুরো সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৯টায় ‘সিএনএন নিউজ১৮’ চ্যানেলে প্রচার করা হবে। এ ছাড়া অনলাইন, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এটি পাওয়া যাবে।

আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রণবীর-ক্যাটরিনার। এরপর চলতি বছরের জানুয়ারিতে ছাড়াছাড়ি হয় এ জুটির। আগামী দিনে রণবীর ও ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে জাগ্গা জাসুস সিনেমায়। আগামী বছর এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।