জাস্টিন বিবার নাকি তাকে একাধিকবার প্রতারণা করেছিলেন। অভিযোগ সেলেনা গোমেজ। তবে জাস্টিন বিবারও সেলেনার এই বক্তব্যের উত্তর দিয়েছিলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার আগে তিনি লিখেছিলেন, আমি প্রতারণা করেছিলাম? ওহ্, আমি তো তোমার আর জায়ানের কথা ভুলেই গিয়েছিলাম। পরে অবশ্য কমেন্টটি ডিলিট করে দেয়া হয়।
সেলেনার অভিযোগ জাস্টিন একাধিকবার একাধিকজনের সাথে প্রতারণা করেছে। ১৪ অগাস্ট থেকে সেলেনা ও জাস্টিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জাস্টিনের সোশ্যাল সাইটে অনেকে তার নতুন বান্ধবী সোফিয়া রিচিকে নিয়ে কটুক্তি করেছিল। সেই কারণে প্রোফাইল প্রাইভেট করে দেয়ারও হুমকি দেন জাস্টিন। এর উত্তরে গোমেজ লিখেছিলেন, যদি তুমি ঘৃণা সামলাতে না পার, তাহলে তোমার গার্লফ্রেন্ডের ছবি দেয়া বন্ধ কর। সবকিছু তোমাদের দুজনের মধ্যেই রাখ। ফ্যানদের এ জন্য পাগল করছ কেন? ওরা তোমাকে ভালোবাসে।
তারপর বিবার লেখেন, এটা বেশ মজার যে মানুষ অ্যাটেনশন পাওয়ার জন্য আমাকে ব্যবহার করছে। অন্য একটি কমেন্টে সেলেনা লেখেন, একজন কীভাবে একাধিকবার প্রতারণা করতে পারে? এরপরই জাস্টিন সেলেনা ও জায়ানের কথা লেখেন। পরে অবশ্য সব কমেন্টগুলোই ডিলিট করে দেয়া হয়।