সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফুলকলি ও হোটেল আল হেলালে অভিযান

প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০১৮ | ৮:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের চকবাজারে ফুলকলি ও হোটেল আল হেলালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার আইনে এই অভিযান চালানো হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

তিনি জানান, ভোক্তা অধিকার আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মূল্য তালিকা না থাকায় আল হেলাল হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযানে পরিচালিত হয়।

একুশে/এসসি