বঙ্গমাতার স্মৃতিধন্য নারকেল চারার নতুন ঠিকানা চট্টগ্রাম

চট্টগ্রাম : বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নিজ হাতে লাগানো নারিকেল গাছ থেকে তৈরি চারাগুলো চট্টগ্রাম সার্কিট হাউজে স্মৃতি হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বঙ্গমাতার লাগানো নারকেল গাছ থেকে তৈরি দুটি নারকেল চারা চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে রোপণের সময় তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল দশটায় চট্টগ্রাম সার্কিট হাউজে ধানমন্ডি থেকে আনা দুটি নারিকেল গাছের চারা রোপণ করেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান ও জেলা প্রসাশক মো. ইলিয়াস হোসেন।

বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতু্ন্নেছা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে নারিকেল গাছ লাগিয়েছিলেন। সেই গাছের তৈরি চারাগুলো বাংলাদেশের বিভিন্ন বড় জেলা শহরে লাগানো হয়েছে। এই চারাগুলোত ছয়-সাত বছরে নারিকেল হয়।

চারা রোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরুল আজম নিজামী, স্থানীয় সরকার পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্ত্তী ও অতিরিক্তি বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোমিনুর রশিদ আমিন উপস্থিত ছিলেন।

ধানমন্ডি ৩২ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর চত্বরে নারিকেল গাছ লাগিয়েছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। সেই গাছ থেকে দুটি চারা আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম সার্কিট হাউসে আনা হয়।

একুশে/এসসি

ছবি : আকমাল হোসেন