শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নারীঅধিকারের স্লোগানে নারীদের ভোগ্যপণ্য করা হচ্ছে অভিযোগ বাবুনগরীর

প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০১৮ | ১১:১৭ পূর্বাহ্ন

মো. আলাউদ্দীন, হাটহাজারী : ‌‌’নারী-পুরুষ সমান অধিকার কখনো সম্ভব নয় মন্তব্য করে নারীঅধিকারের স্লোগানদাতারা মূলত নারীদের মাঠে নামিয়ে ভোগের পণ্য করতে চায় বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, কেবল শাশ্বত ধর্ম ইসলামই নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে৷ সম্মান দিয়েছে৷ কিন্তু নারীসমাজ তাদের নিজেদের মর্যাদা না বুঝে আধুনিকতার সাথে গা ভাসিয়ে পর্দাহীন চলাফেরার কারণে নারীনির্যাতন বাড়ছে।

দারুল উলুম হাটহাজারী মাদরাসায় শরীয় পর্দা সংক্রান্ত আলোচনায় এসব কথা বলেন তিনি৷ মাদ্রাসাটির সহকারি পরিচালক বাবুনগরী।

আল্লামা বাবুনগরী বলেন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম নারীকে এ মর্যাদা দিতে পারেনি৷ বাবার ঘরে মেয়ে হিসেবে নারীর মর্যাদা রয়েছে৷ স্বামীর ঘরে স্ত্রী হিসেবে এবং নিজ সন্তানের জন্য “মা” হিসেবে ইসলাম নারীকে অনন্য মর্যাদা দিয়েছে৷

শরীয় পর্দা নারীর ভূষণ, ইজ্জ্বত-আব্রু রক্ষার অন্যতম মাধ্যম৷ কিন্তু আজ নারীসমাজ পশ্চিমাদের তালে তাল মিলিয়ে বেপর্দা চলাফেরা করে নিজের ইজ্জত-আব্রু বিনষ্ট করছে৷ মানবরূপী নরপশু লম্পটদের ইভটিজিং-এর শিকার হচ্ছে৷ শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত আজ নির্যাতনের শিকার হচ্ছে৷ নির্যাতনের পর নির্মমভাবে হত্যাও করা হচ্ছে৷

নারীনির্যাতনের একমাত্র কারণই হচ্ছে বেপর্দা, নির্লজ্জতা ও বেহায়াপনা উল্লেখ করে এগুলো প্রতিরোধের একমাত্র উপায় হিসেবে ইসলামী অনুশাসন ও পর্দা মেনে চলার আহ্বান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

একুশে/এএ/এটি