চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফে সাইরন খাল থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে ইয়াবা উদ্ধারের সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
সোমবার (১৫ অক্টোবর) ভোর রাতে কোস্টগার্ড বন্দর সংলগ্ন সাইরন খাল থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসময় ইয়াবা পাচারকারী মিয়ানমারের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ।
লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোন টেকনাফ স্থলবন্দর সংলগ্ন সাইরন খাল এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি ডিঙ্গি নৌকাকে থামানোর সংকেত দিলে নৌকাটি না থামিয়ে একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরে প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ হাজার টাকা বলে জানান তিনি।
একুশে/এসসি