শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কেন দ্বিতীয় দণ্ড-প্রশ্ন হানিফের বড়ভাই কফিলের

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০১৮ | ৯:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম : শনিবার হানিফ পরিবহনের দামপাড়া কাউন্টারে ভাংচুর করে ছাত্রলীগ। এসময় এলইডি টিভি, ৪টি ল্যাপটপ, দুটি প্রিন্টার ভাংচুরের পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে হানিফ পরিবহনের পক্ষ থেকে।

ভাঙচুরে অংশ নেয়া ছাত্রলীগকর্মীদের অভিযোগ, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হানিফের মালিকানাধীন পরিবহন সংস্থা ‘হানিফ পরিবহন’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে অংশ নেয়াদের মধ্যে হানিফ অন্যতম। তার মালিকানাধীন হানিফ পরিবহনের গাড়ি চট্টগ্রামে চলতে দেয়া হবে না।

ঘটনায় অংশ নেয়া একজন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘মানুষের কাছ থেকে টাকা আয় করে তা সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, নিরীহ জনগণের বিরুদ্ধে ব্যয় করছে হানিফ পরিবহনের মালিক। তাই তার পরিবহনকে চট্টগ্রামে আমরা অবাঞ্চিত ঘোষণা করেছি।’

এই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় একুশে পত্রিকার কথা হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হানিফের বড়ভাই ঢাকা আন্ত:জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিনের সঙ্গে।

তিনি বলেন, আমার ভাই হানিফের নাম গ্রেনেড হামলা মামলায় আসার পর পরিবহন সংস্থাটির মালিকানা পরিবর্তন হয়। বর্তমানে আমি এটার মালিক।

মামলায় রায়ে হানিফকে ফাঁসি দেয়া হয়েছে। এ নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু আজ এটা কী হল? বাস কাউন্টার ভাংচুর করে, লুট করে কেন আমাদের উপর দ্বিতীয়বার দণ্ড দেয়া হল? অতর্কিতভাবে ছাত্রলীগ নামধারি কিছু ছেলে এসে হানিফ পরিবহনের বাসকাউন্টারে তাণ্ডব চালিয়ে গেল। আইন নিজের হাতে তুলে নিল।

তিনি বলেন, হানিফ পরিবহন তো আর অপরাধ করেনি। তাহলে কেন এই হামলা? কার কাছে এর বিচার চাইব। শুধুই নিন্দা জানাই, ঘৃণা জানাই।-বলেন কফিল উদ্দিন।

প্রসঙ্গত, শনিবার দুপুর সোয়া ২টার দিকে শুরুতে পাথর ছুঁড়ে হানিফ কাউন্টারের গ্লাস ভেঙে ফেলা হয়। এরপর ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দেয়। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মো. সায়েম, ছাত্রলীগ নেতা তৌহিদুল আলম জেকি ও আবদুল মান্নানের নেতৃত্বে ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দামপাড়ায় কাউন্টার ভাঙচুরের আগে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। এ সময় তারা হানিফ পরিবহনের দুটি কাউন্টারে তালা লাগিয়ে দেয়।

একুশে/এটি