সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হালদায় অভিযান : কারেন্ট জাল জব্দ

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০১৮ | ৭:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম : হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

শনিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে ‘হালদা নদী রক্ষা কমিটি ও এনজিও সংস্থা আইডিএফ’র কর্মীরা সহায়তা করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ইউএনও রুহুল আমিন বলেন, ‘হালদা নদী রক্ষা কমিটি ও এনজিও সংস্থা আইডিএফ’র কর্মীদের সহায়তায় অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সবার উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

একুশে/এসএইচ