নগরে ঝুঁকিপূর্ণ বসতি সরাতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম : নগরীতে পাহাড়ের পাদদেশে বসবাসরত অধিবাসীদের উচ্ছেদ অভিযানে নামছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ বুধবার দুপুর ২টা থেকে এই অভিযান শুরুর কথা রয়েছে।

নগরের লালখানবাজার মতিঝর্ণা, খুলশী, বায়েজিদ, একে খান এবং পাহাড়তলীতে এই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

বুধবার সাড়ে ১১ টার দিকে একুশে পত্রিকাকে তিনি জানান, সমুদ্রবন্দরে চার নম্বর হুঁশিয়ারি সঙ্কেত চলছে। কয়েকদিন ধরে নগরে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস হতে পারে এই আশঙ্কায় আমরা পাহাড়ের পাদদেশে অবস্থানরতদের উচ্ছেদ করতে মাঠে নামছি।

আজ দুপুর ২টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। যাতে সবাই ঝুঁকি এড়িয়ে নিরাপদে থাকতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ। বলেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে মঙ্গলবার পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছিল।

একুশে/এটি