সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চবি শিক্ষক মাইদুলের জামিন

প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৮ | ২:১৮ অপরাহ্ন

ঢাকা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে জামিন দিয়েছে উচ্চ আদালত।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে উচ্চ আদালত মাইদুলের জামিনের আদেশ দেন।

এর আগে পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদু্ল্লাহ কায়সার শিক্ষক মাইদুল ইসলামের জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড আদেশ দেন।

মাইদুল ইসলামের আইনজীবী কাইয়ুম হাসনাত বলেন, হাইকোর্টে জামিন আবেদন শুনানির তালিকায় থাকলে নিম্ন-আদালত রিমান্ড মঞ্জুর করতে পারে না। কিন্তু কোর্টের কনভেশন ভেঙ্গে দিয়ে এই আদেশ দেয়া হয়েছে।

আইনজীবী কাইয়ুম হাসনাত বলেন, আমরা মাইদুল ইসলামের জামিনের বিষয়টি আদালতের নজরে আনলে আদালত তার জামিন মঞ্জুর করে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কূটক্তি’র অভিযোগ তুলে সাবেক ছাত্রলীগ নেতার করা আইসিটি মামলায় মাইদুল ইসলাম আট সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন শেষে নিন্ম আদালতে হাজির হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছিলো।

একুশে/এসএইচ