চট্টগ্রাম : পুলিশের উপর হামলা মামলার আসামি ছাত্রলীগকর্মী আদরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন একুশে পত্রিকাকে বলেন, আদরকে শনিবার রাতে তার সদরঘাটের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ১২ আগস্ট উল্টোপথে চলাচলরত মোটরসাইকেল আটকানোর পর পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। পরে ১৪ আগস্ট শিবু ভট্টাচার্য, মো. মেহেরাজ, জয়, এনামুল হক, ফয়সাল ও আদরের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জনকে আসামি করে এ ব্যাপারে মামলা কোতোয়ালী থানায় মামলা করেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুল আলম সোহাগ। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৫৩, ৩০৭, ৫০৬ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আসামিরা সরকারি সিটি কলেজ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্র জানিয়েছে। মেহেরাজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট দুপুরে নগরীর মাদারবাড়ি এলাকার বাসিন্দা মেহেরাজ মোটরসাইকেল নিয়ে উল্টোপথে নিউমার্কেট এলাকায় আসেন। তখন তার মাথায় হেলমেটও ছিল না। নিউমার্কেট মোড়ে দায়িত্বরত সার্জেন্ট মেহেরাজের বিরুদ্ধে মামলা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে মেহেরাজ তার কথিত রাজনৈতিক বড় ভাইদের ফোন দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। তারা এসে নিউমার্কেট মোড় পুলিশ বক্সে গিয়ে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে। খবর পেয়ে কোতোয়ালী থানা থেকে পুলিশ গেলে তাদেরও ধাওয়া দেয় তারা। এই ঘটনার ছবি গণমাধ্যমে প্রকাশের পর পুলিশে তোলপাড় শুরু হয়। এরপর তদন্তে নেমে ছয় যুবকের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
এর আগে দুই আসামিকে পুলিশ গ্রেফতার করে এবং তিনজন নিজ থেকে আদালতে আত্মসমর্পণ করে। এ নিয়ে ৬ আসামিই আইনের আওতায় আসল।
একুশে/এটি