সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভারতে ৭০তম স্বাধীনতা দিবস উদযাপিত

প্রকাশিতঃ ১৫ অগাস্ট ২০১৬ | ৯:৪১ অপরাহ্ন

indiaআজ ভারতের ৭০তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে।সোমবার সকাল সাড়ে সাতটায় দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মহাসমারহে উদ্‌যাপিত হয় স্বাধীনতা দিবস। দেশবাসীর উদ্দেশে দেয়া বক্তৃতা তিনি বলেন, “আমাদের সমস্যা অনেক, কিন্তু ১২৫ কোটির মন চাইলে এই সমস্যার সমাধান হবে।”

দেশের নিরাপত্তা, অর্থনীতি ও উন্নয়ন নিয়ে ভাষণ দেন তিনি। দিল্লির লালকেল্লা ছাড়াও সব রাজ্যে যথাযোগ্য সম্মানে উদ্‌যাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। লালকেল্লায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিল ১২ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার যতিন নারওয়াল জানান, ১২-১৮ আগস্ট দিল্লির রাজপথ জুড়ে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

সরাসরি লালকেল্লা দেখা যায় এমন প্রায় ৬০০টি বাড়ির বারান্দা ও ১০৪টি জানালার উপরে ছিল বিশেষ নজরদারি। বেশ কয়েকটি বহুতল স্নাইপার বসানো হয়েছে। গোটা এলাকার ছবি ধরা পড়বে দুইশটি সিসিটিভি ক্যামেরায়। তিনটি কন্ট্রোল রুম থেকে নিরন্তর নজরদারি চলে সেই সব ছবির উপরে। হেলিকপ্টার ছাড়াও চক্কর কাটে বেশ কয়েকটি ড্রোন।