চট্টগ্রাম : মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে অবিস্ফোরিত কয়েকটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো উদ্ধার করে। ঢাকা থেকে সকাল ৯টার দিকে ঘটনাস্থালে পৌঁছায় বোম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার (৫ অক্টোবর) সকালে মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
মুফতি মাহমুদ খান বলেন, আমাদের বোমা ডিসপোজাল ইউনিট বাড়িটির চারপাশে অভিযান চালিয়ে কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে। আরও বোমা বা বিস্ফোরক দ্রব্য কোথাও ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে কিনা দেখছে। বাড়ির মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে চৌধুরী ম্যানশন নামের সেমি পাকা ওই বাড়ি ঘিরে রাখা হয়েছিল। এরপর র্যাবকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে উভয়ের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভোর পৌনে ৪টা নাগাদ র্যাবের তরফ থেকে ভেতরে থাকা জঙ্গি সদস্যদের আত্মসমর্পন করতে বলা হয়। এ সময় ঘরে থাকা জঙ্গি সদস্যরা দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটনায়। এর পর ঘরের ভেতর আর কোনো সাড়া শব্দ মেলেনি। এরপর কিছুক্ষণ সেখানে অভিযান বন্ধ রাখে র্যাব।
একুশে/এসসি