চট্টগ্রাম : সীতাকুণ্ডে তেপ্পান্নপিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম শফিউল আলম (৩৪)।
বুধবার ভোররাতে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর এলাকা হতে তাকে আটক করে পুলিশ।
আটক শফিউল কক্সবাজার জেলার উখিয়া থানার রত্ন পালং ভালোকিয়া সর্দার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোওয়ার হোসেন বলেন, সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর এলাকার ইছহাক মেম্বারের গ্যারেজের সামনে ভােররাতে তাকে ৫৩পিস ইয়াবাসহ আটক করে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল।
এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।