চট্টগ্রাম : কিশোরগঞ্জের কুলিয়ার চর এলাকা হতে ওমর (২১) নামের এক আসামিকে আটক করেছে পুলিশ।
ওমর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম।
মঙ্গলবার ভোরে কিশোরগঞ্জে তার খালার বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওমর কর্ণফুলী থানার শাহ মীরপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদের পুত্র।
চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ওমর। মামুনকে কুপিয়ে হত্যার সময় সে ঘটনাস্থলে ছিল।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়উটান ইউনিয়নের শাহমীর পুর ৫ নম্বর ওয়ার্ডের জমাদরপাড়া এলাকায় স্থানীয় আবু তাহেরের ছেলে মামুনকে কুপিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আবদুল আজিজ (২৩) নামে মামুনের এক সহযোগীও আহত হন।