নির্বাচনের জন্য প্রস্তুত বাবলু, নামছেন টুম্পা

চট্টগ্রাম : চট্টগ্রামের রাজনীতিতে কিছুদিন ধরে গুঞ্জন চলছিল মহাজোট টিকে থাকলেও কোতোয়ালী আসনের নির্বাচনী মাঠে জিয়াউদ্দিন বাবলু নয়, নির্বাচন করবেন আওয়ামী লীগের কেউ। আর সরকার গঠন হলে বাবলু হবেন টেকনোক্রেট মন্ত্রী।

একুশে পত্রিকার কাছে এসব গুঞ্জন নাকচ করে দিয়ে জিয়াউদ্দিন বাবলু জানালেন মহাজোট আছে, থাকবে। তিনিই চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-চকবাজার-বাকলিয়া) আসনে মহাজোটের প্রার্থী হচ্ছেন। এজন্য সবধরনের প্রস্তুতি তিনি শেষ করেছেন।

নির্বাচনী এলাকার মানুষকে আগের চেয়ে বেশি সময় দিচ্ছেন। প্রতি সপ্তাহে চট্টগ্রাম আসছেন। আসছেন শুক্রবারও। থাকবেন দুইদিন। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাবেন।

এদিকে, নির্বাচনী প্রচারণায় বাবলুকে এগিয়ে দিতে মাঠে থাকছেন তাঁর নবপরিণীতা স্ত্রী মেহে জেবুননেসা রহমান টুম্পা। আগামি দুর্গাপূজায় চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের পূজামণ্ডপ পরিদর্শনের মধ্যদিয়ে বাবলু-পত্মীর গণসংযোগে নামার কথা রয়েছে।

বিষয়টি স্বীকার করে জিয়াউদ্দিন আহমেদ বাবলু সোমবার রাতে একুশে পত্রিকাকে বলেন, ‘টুম্পা রাজনৈতিক পরিবারের সন্তান। মানুষের সঙ্গে মিশতে, মানুষের কল্যাণ নিয়ে ভাবতে পছন্দ করেন। কিন্তু শিক্ষকতা পেশায় ব্যস্ত থাকার ফলে সাধারণ মানুষের সঙ্গে মেশা কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে তেমন একটা অংশ নিতে পারেন না। এরপরও চট্টগ্রামের কয়েকটি অনুষ্ঠানে ইতোমধ্যে তিনি আমার সঙ্গে উপস্থিত থেকেছেন। সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন। আগামিতে আরও বেশি সময় দিতে চান তিনি। যুক্ত হতে চান নির্বাচনী কাজে।’

এর আগে গত বছর স্বামী বাবলুর সঙ্গে কোতোয়ালী এলাকার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন মেহে জেবুননেসা রহমান টুম্পা। সেসময় তাঁর সপ্রতিভ উপস্থিতি, ‘কথামালা’ সাধারণ মানুষের নজর কেড়েছে।

এ সময় কৌতূহলীদের এমনও বলতে শোনা গেছে, ‘যোগ্য নেতার যোগ্য স্ত্রী। তিনি পারবেন বাবলু সাহেবকে আরও এগিয়ে দিতে।’ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ভাগনি হিসেবেও চট্টগ্রামের সাধারণ্যে আলাদা কদর ও কৌতূহল রয়েছে স্মার্ট, শিক্ষিত, সজ্জন এ নারীর প্রতি।

সূত্র মতে, সার্বিক যোগ্যতা বিবেচনায় মেহে জেবুননেসা টুম্পাকে আগামিতে চট্টগ্রামের সংরক্ষিত আসনের এমপি করার কথাও ভাবছে জাতীয় পার্টির হাইকমান্ড।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-৯ আসনে জিয়াউদ্দিন বাবলুর উন্নয়ন সমন্বয়কারী মো. শফিউল আলম একুশে পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামে জাতীয় পার্টির সংরক্ষিত আসনে মেহে জেবুননেসা ম্যাডামকে এমপি করার বিষয়টি আমরাও শুনেছি। বাকিটা সময়ই বলে দেবে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহে জেবুননেসা রহমান টুম্পা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ছোট বোন মেরিনা রহমান এমপির মেয়ে। তিনি সাউথ-ইস্ট ইউনিভার্সিটির বিবিএর প্রোগ্রাম ডিরেক্টর।

গত ২১ এপ্রিল রাজধানীর বারিধারায় এরশাদের বাড়িতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে ঘরোয়া পরিবেশে তাঁর বিয়ে হয়। এটি তাঁদের দ্বিতীয় বিয়ে। ২০০৪ সালে বাবলুর ক্যান্সার-আক্রান্ত স্ত্রী ফরিদা সরকার ইন্তেকাল করেন।

ডাকসুর প্রাক্তন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ বাবলু এরশাদের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম-৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য।

একুশে/এটি