রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপু উকিলের সাথে নগর যুব মহিলা লীগের মতবিনিময়

প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০১৬ | ১০:৩৯ অপরাহ্ন

Jubo Mohilaচট্টগ্রাম : কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অপু উকিলের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

সম্প্রতি নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’র লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক মমতাজ বেগম রোজী, জাহানারা বেগম, লিপি আক্তার, আসমানী ঝুমুর, মাহবুবা আক্তার, নার্গিস বেগম, জাহানারা বেগম, ফরিদা ইয়াসমিন, শ্যামলী বড়ুয়া, রিতা সুলতানা, অনিকা তাবাস্সুম প্রমুখ।

এসময় অপু উকিল বলেন, অনেক বৈরিতা পেরিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা আজ ঘুরে দাঁড়িয়েছে। সকলের ঐক্যই আমাদের সুন্দর আগামী এনে দেবে। তিনি জঙ্গিবাদবিরোধী বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারী সমাজকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। শুরুতে উপু উকিলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।প্রেসবিজ্ঞপ্তি।