মীর নাছির-মীর হেলালের গণসংবর্ধনা শনিবার

father sonচট্টগ্রাম : শনিবার দুপুরে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে মীর নাছির ও মীর হেলালের গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে মীর নাছিরের একান্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার রাতে একুশেপত্রিকাডটকমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে সাবেক প্রতিমন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীনকে ভাইস চেয়ারম্যান পদে এবং তরুণ রাজনীতিবিদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় শনিবার বেলা ২ টায় চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হবে।

উক্ত গণসংবর্ধনায় সর্বস্তরের নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন মোহাম্মদ আমিনুল ইসলাম।