চট্টগ্রাম: এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার ভারপ্রাপ্ত দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ শাহাদাত হোসেন ভুঁইয়া এই রায় ঘোষণা করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ জানান।
দণ্ডিতরা হলেন- আজিম উদ্দিন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান ও শাহাবুদ্দিন। এদের মধ্যে আজিম উদ্দিন কারাগারে। বাকি তিনজন জামিনে গিয়ে পলাতক। রায় ঘোষণার পর আজিমকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, চট্টগ্রামের মিরসরাই উপজেলার হ্নীলা এলাকায় ২০০৯ সালের ১৩ জানুয়ারি ভাঙ্গারি ব্যবসায়ী জয়নাল আবেদীনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জয়নালের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৭ মে পুলিশ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে আসামি আজিম উদ্দিন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বলেন, জয়নালের দোকানে মালামাল বিক্রি করতে গেলে আজিমের সঙ্গে ঝগড়া হয়। এই ঘটনার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেন।