সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আমির খসরুরর মালিকানধীন হোটেলে দুদক

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ৮:০৬ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মালিকানাধীন একটি হোটেলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদের অনুসন্ধানে মঙ্গলবার বেলা ১২টার দিকে দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে একটি টিম বনানীতে হোটেল সারিনায় এ অভিযান চালায়। অভিযান চালিয়ে হোটেল থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

বিএনপি নেতা আমীর খসরুর বিরুদ্ধে অনুসন্ধান সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে দুদক এ অভিযান চালিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য।

তিনি বলেন, দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে একটি টিম বনানীতে আমীর খসরুর হোটেল সারিনায় যায়।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুদক কার্যালয়ে হাজির হওয়ার নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট খারিজ করে দেয় হাইকোর্ট। ফলে আমীর খসরুকে দুদক কার্যালয়ে হাজির হতেই হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।