রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৬ | ৬:১৯ অপরাহ্ন

Nazmul-Hudaচট্টগ্রাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান নাজমুল হুদা।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর কমিটি গঠনে তৃণমূল বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে।

নাজমুল হুদা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। সে লক্ষ্যে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম গোছানো হচ্ছে। সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে তা সারাদেশে গঠন করা হবে। এরপরই আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদন করবো।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা প্রচুর। কিন্তু রাজনৈতিক কারণে দেশটি তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না। ব্যক্তি স্বার্থের কারণে এখানে পাল্টাপাল্টি রাজনীতি, মুখোমুখি অবস্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ দলগুলো দেশকে হিং¯্র পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

নাজমুল হুদা বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছিলাম। তিনি দেশের উন্নয়ন যেভাবে চেয়েছেন, বিএনপি সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমি অনেক বলেছি, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বে ছিলাম না বলে এটা করতে পারিনি। দেশে আগেও স্বৈরাচার ছিল, এখনো আছে। রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না।

তিনি বলেন, দুই নেত্রীর ঝগড়ার কারণে আমি বিএনপি থেকে বেরিয়ে এসেছি। সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য বেগম খালেদা জিয়াকে বলেছিলাম। এজন্য ওনাকে সময়ও দিয়েছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সংলাপে বসেননি। এ কারণে আমি দল থেকে বেরিয়ে এসেছি। দুই নেত্রী ঝগড়া না করে এক হয়ে কাজ করলে দেশকে এগিয়ে নিতে পারতেন। কিন্তু তারা এখনো ঝগড়া করছেন।

সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষণা করেন নাজমুল হুদা।