চট্টগ্রাম: মিতু হত্যা মামলার অন্যতম আসামি এহতেশামুল হক ভোলাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ভোলাকে হাজির করে ২০১৫ সালের ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড আবেদন করে ডবলমুরিং থানা পু্লিশ। পরে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পু্লিশ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, এহতেশামুল হক ভোলা সাবেক পু্লিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।
তিনি বলেন,২০১৫ সালের ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ভোলাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানায় ডবলমুরিং থানা পু্লিশ। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
একুশে/এসএইচ