ঢাকা: ১২ আগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার-ইলিনা ডি-ক্রুজ, ঈষা গুপ্ত অভিনীত ‘রুস্তম’।
‘রুস্তম’ ছবিতে বিবাহবহির্ভূত সম্পর্ক, বিশ্বাসঘাতকতার কথা বলা হয়েছে। এই ছবির চিত্রনাট্য মূলত বিতর্কিত নানাবতী মামলা থেকে অনুপ্রাণিত। এই ঘটনায় ভারতীয় নৌ বাহিনীর কম্যান্ডার কওয়াস মানেকশ নানাবতী যিনি তাঁর স্ত্রীর প্রেমিক প্রেম অহুজাকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে ‘রুস্তম’-এর চিত্রনাট্য।
ছবিতে অক্ষয়, ইলিনা, ঈষা ছাড়াও রয়েছেন অর্জুন বাওয়েজা, পবন মলহোত্রা রয়েছেন মুখ্য ভূমিকায়।