সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

স্কুল ছাত্রী হত্যায় প্রেমিককে আসামি করে মামলা

প্রকাশিতঃ ৯ সেপ্টেম্বর ২০১৮ | ২:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম: পটিয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তারকে হত্যার ঘটনায় কথিত প্রেমিক মাসুদকে প্রধান আসামি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মাসুদ বর্তমানে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শনিবার রাত ১১টার দিকে রিমার বাবা মঞ্জুরুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পটিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল আওয়াল জানান, মাসুদ বর্তমানে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রাথমিক তদন্তে প্রেম ঘটিত বিষয় নিয়ে ওই ছাত্রীকে মাসুদ ছুরি দিয়ে হত্যা করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, শনিবার বেলা পৌনে ৩ টায় দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বেলতল রেললাইনের পাশে স্কুলছাত্রী রিমার লাশ এবং তার শরীরের উপর আরেক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তার পরনে স্কুলড্রেস ছিল।

স্থানীয় সূত্রে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ স্কুলছাত্রীর লাশ উদ্ধার এবং গুরুতর আহত যুবককে চমেক হাসপাতালে প্রেরণ করে।

একুশে/এসএইচ