সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ক্ক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০১৮ | ৪:৪১ অপরাহ্ন


চট্টগ্রাম : কক্সবাজার জেলার রামু থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। মেজর মোঃ মেহেদী হাসান এ অভিযানের নেতৃত্বে ছিলেন।

আটক আসামীর নাম আজম মোল্লা (৪২)। সে মুন্সিগঞ্জ জেলার সদর থানা ভিটীশীল মন্দি গ্রামের বাসিন্দা হাজী ফজল মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন মেরিন ড্রাইভস্থ মার মেইড ইকো রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশা যোগে আসা আজম মোল্লার হাতে থাকা একটি ব্যাগ থেকে দশ হাজার পিস ইযাবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

একুশে/এসএইচ