সাতকানিযা থেকে পলাতক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম: বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে পলাতক এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। তার নাম মো. কামাল (৩০)। এওচিয়া ছড়ারকুল এলাকার আবদুল মোতালেব প্রকাশ বাঁশি মিয়ার ছেলে কামাল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন কামালের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সূত্রে আমরা এওচিয়া এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে এওচিয়া এলাকা থেকে পলাতক আসামি ও জামায়াত নেতা মো. কামালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে ।

একুশে/এসএইচ