চট্টগ্রাম: নগরে মাদক কারবারিদের গ্রেপ্তারে যৌথ অভিযানে মাঠে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। নগরে মাদক কারবারিদের নির্মুল করতে এবং শিক্ষার্থীদের মাদকের গ্রাস থেকে বাঁচাতে ভ্রাম্যমান আদালতের এ্ই ব্যতিক্রম অভিযান।
চলমান এই অভিযানে সতের জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছে ইয়াবা, গাঁজা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম ইত্যাদি পাওয়া যায়। পরে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের মধ্যে একজনকে দশ দিনের কারদন্ড এবং বাকী ষোল জন মাদক কারবারিকে মাদকদ্রব্য আইনে অর্থদন্ড দেওয়া হয়েছে।
মাদক কারবারিদের ধরতে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে
বলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান, কর্নেলহাট ও সিটি গেট এলাকায় বেশ কিছু দিন ধরে মাদক কারবারিদের উৎপাত ছিল। এতে এলাকার লোকজন, বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে পড়ছিলো। এ কারণে মাদক কারবারিদের ধরতে সেখানে অভিযান পরিচালনা করি।
চলমান এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. শামিম হোসেন,চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।
একুশে/এসএইচ